আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

ইতালির বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা

ইতালির রোম শহরে অবস্থিত চামপিনো বিমানবন্দর থেকে ৭৫ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। আফফারি ইতালিয়ানি আইটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বিমানবন্দর এলাকায় মেরামত কাজ করতে গিয়ে শ্রমিকরা মাটির নিচে এই বোমাগুলোর সন্ধান পায়।

পরে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দিলে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বোমা তিনটি জার্মানির তৈরি। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল বলে জানানো হয়েছে। বোমাগুলো উদ্ধার করার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে পরে আবার বিমানবন্দর খুলে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই সব কার্যক্রম শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close