আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

হামলে পড়ল সিংহ, গলা টিপে মারল যুবক

বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ রাজ্যের মধ্যে প্রাকৃতিক অবয়বে ঘেরা একটি রাজ্য কলোরাডো। সেই কলোরাডোর পাহাড়ি রাস্তায় দিন কয়েক আগে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। ভাগ্য খারাপ, পড়ে যান পাহাড়ি সিংহের সামনে। সিংহটি আক্রমণ করে ধেয়ে এসেছিল ঘাড়ের ওপর। তবে সিংহ হামলা করেছে বলে হার মেনে নেননি তিনি। রীতিমতো যুদ্ধ করেছেন সিংহের সাথে। সিংহটিকে শ্বাসরোধ করে মেরে নিজেকে বাঁচিয়েছেন। পাহাড়ি সিংহটার ওজন ছিল প্রায় ৩৭ কেজি। ওই ব্যক্তির মুখে কামড়ও বসিয়েছিল সিংহটি। এখন পর্যন্ত অবশ্য আহত ব্যক্তির নাম জানা যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মুখে গভীর ক্ষত রয়েছে। হাত, পা এবং শরীরের অন্য অংশেও অল্পবিস্তর ক্ষতের সৃষ্টি হয়েছে। কলোরাডোর ওই এলাকায় পাহাড়ি সিংহের আনাগোনা লেগেই থাকে।

যারা সাইক্লিং বা দৌড়ানোর জন্য যান, তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই যেতে বলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close