আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০১৯

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তাঙ্গারা প্রদেশের সুমবাওয়া দ্বীপের উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল মঙ্গলবার দ্বীপটির পূর্বাঞ্চলীয় রাবা শহরের ২৩০ কিলোমিটার দক্ষিণে ভূত্বকের ৩৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস), খবর বার্তা সংস্থা রয়টার্সের। একই দিন এর আগে একই এলাকায় ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়।

দুটি ভূমিকম্পের পরই তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতি বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ইউএসজিএস প্রথমে প্রথম ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে জানিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close