আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০১৯

ইরানের স্বার্থবিরোধী জোট গঠন করতে দেওয়া হবে না

মধ্যপ্রাচ্য কিংবা এর বাইরে ইরানের স্বার্থবিরোধী কোনো জোট গঠন করার অনুমতি তেহরান কাউকে দেবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই হুশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরান সফররত পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী ম্যাচেই ল্যাং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। আরাকচি বলেন, ইরান সব সময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করে এসেছে এবং এ বিষয়টি উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে প্রমাণ করেছে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে আগামী মাসে ইরানবিরোধী যে সম্মেলন হতে যাচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসেছেন। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আমেরিকার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাক্ষাতে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহে ইরান

অগ্রগামী ভূমিকা পালন করছে। ল্যাং আরো বলেন, আঞ্চলিক সংকট সমাধানে সহযোগিতা করার জন্য ওয়ারশ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওই সম্মেলন থেকে ইরানবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close