আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৯

বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২২

ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। বলিভিয়া পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

গত শনিবার দেশটির প্রশাসনিক রাজধানী লাপাজ থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর চাল্লাপতার একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ওরুরো অঞ্চলের পুলিশের কামান্ডার কর্নেল ফ্রেডি বেতাঙ্কুর বার্তাসংস্থা এপিকে বলেন, ‘আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ চাল্লাপতা শহরের মেয়র মার্টিন ফেলিসিয়ানো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনার প্রধান কারণ। তা ছাড়া বাস দুটির একটি একই পথ ধরে আসছিল। দেশটিতে নিয়মিত এমন বাস দুর্ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close