আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০১৯

ওয়াশিংটনে উ. কোরিয়ার শীর্ষ আলোচক কিম ইয়ং-চোল

উত্তর কোরিয়ার অন্যতম শীর্ষস্থানীয় আলোচক কিম ইয়ং-চোল পদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে আরেকটি শীর্ষ বৈঠকের আয়োজন করা হবে এ সফরের মূল উদ্দেশ্য।

কিমের একটি বিশেষ বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দিতে ইয়ং-চোল বেইজিং হয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে।

গত বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সিঙ্গাপুর ঐতিহাসিক বৈঠকে মিলিত হন।

বিভিন্ন গণমাধ্যমে এই জল্পনা চলছে যে, এবারের শীর্ষ বৈঠকটি ভিয়েতনামে হতে পারে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা আগামী মাসের কোনো একসময় ‘রাষ্ট্রীয় সফরে’ ভিয়েতনাম যাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close