আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০১৯

ফিলিস্তিনিদের দুর্বিষহ জীবন ইসরায়েলি কারাগারে

ইহুদিবাদী ইসরায়েলের ‘এতজিওন’ কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিরা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বলে খবর দিয়েছে ফিলিস্তিনি বন্দিবিষয়ক অধিকার পরিষদ আল-আহ্দ। এটি বলেছে, এই প্রচন্ড শীতে গরম কাপড় ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাবে ব্যাপক কষ্ট পাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা। শরীর গরম রাখার জন্য তাদের গরম কাপড় কিংবা কম্বল সরবরাহ করেনি ইহুদি কর্তৃপক্ষ।

ওই পরিষদ জানিয়েছে, ইসরাইলি কারা কর্তৃপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে ফিলিস্তিনি বন্দিদের কষ্ট দেওয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া, ফিলিস্তিনি বন্দিদের নিয়মিত মারধর করা হয় বলে জানিয়ে ওই পরিষদ বলেছে, সব আন্তর্জাতিক আইন ও ঘোষণা লঙ্ঘন করে এ কাজ করে যাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি বন্দিবিষয়ক চিকিৎসাকেন্দ্র জানিয়েছে, ২০১৮ সালে ইসরাইল পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনিকে আটক করেছে যাদের মধ্যে ৯৮০টি শিশু ও ১৭৫ জন নারী রয়েছেন।

এ ছাড়া, ফিলিস্তিনি বন্দিবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে ২০১৮ সালকে ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘সবচেয়ে খারাপ বছর’ বলে উল্লেখ করে জানিয়েছে, এ বছর নির্যাতিত এই জনগোষ্ঠীর বিরুদ্ধে গণগ্রেফতার অভিযান চালিয়েছে ইসরাইল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close