আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০১৯

‘সেনাবাহিনীতে সমকামিতা সহ্য করা হবে না’

সমকামিতাকে ভারতের সুপ্রিম কোর্ট আইনি বৈধতা দিলেও তা মানতে নারাজ ভারতীয় সেনাবাহিনী। সেনা সদস্যদের মাঝে সমকামিতা কখনোই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর কিছু নিজস্ব নিয়ম-কানুন রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে সংবিধানের ৩৭৭ ধারা খারিজ করে সমকামিতাকে বৈধতা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ভেতরে রয়েছে আগের চিত্র। সেনাবাহিনীতে সমপ্রেমী সম্পর্ক মেনে নেওয়া হয় না বলে দাবি করেছেন রাওয়াত।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতীয় সেনাবাহিনীর এই প্রধান। রাওয়াতকে তার রুটিন বার্ষিক সংবাদ সম্মেলনে সমকামিতাকে আইনি বৈধতা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা দেশের আইনের ঊর্ধ্বে নই। কিন্তু যখনই কেউ সেনাবাহিনীতে যোগ দেয়, তখন কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন তাকে মেনে চলতেই হয়।’

এমনকি পরকীয়া নিয়েও ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশের উল্টো সুর রাওয়াতের গলায়। বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলা আইনের চোখে আর অপরাধ না হলেও পরকীয়া নিয়ে সেনাবাহিনী এখনো গোঁড়া মনোভাবই বজায় রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close