আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০১৯

বন্ধ হচ্ছে প্যারিসের নগ্ন রেস্তোরাঁ

চালু হওয়ার ১৫ মাসের মধ্যেই অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ২০১৭ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে চালু হলেও যথেষ্ট গ্রাহক না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ২০১৭ সালের নভেম্বরে চালু হওয়ার পর মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল রেস্তোরাঁটি নিয়ে। একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা ছাড়াও রেস্তোরাঁটিতে ছিল একান্তে সময় কাটানোর সুযোগ। খাবার থেকে শুরু করে রেস্তোরাঁর সাজ-সজ্জাসহ সবকিছুতেই বেশ অভিনবত্ব এনেছিলেন মালিকরা। নানা রঙের আলো রেস্তোরাঁটিতে একটা মায়াজাল তৈরি করে রাখত। রেস্তোরাঁটির শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে ভেতরে প্রবেশ করে নগ্ন হয়ে খাবার খেতে হবে। তা ছাড়া বাইরের মানুষদের নজর এড়াতে রেস্তোরাঁটি জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি।

কিন্তু যে চিন্তা-ভাবনা থেকে রেস্তোরাঁটি খোলা হয়েছিল ১৫ মাস কেটে গেলেও সেই পরিমাণ অর্থ উপার্জন করা যায়নি। ফলে লোকসানে চলা রেস্তোরাঁটি আগামী ফেব্রুয়ারি থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক মাইক ও স্টিফনি সাডা। তা ছাড়া অনেকেই রেস্তোরাঁটির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলে জানা যায়। মালিকপক্ষের ধারণা ছিল নগ্ন সমুদ্র সৈকতের মতো নগ্ন রেস্তোরাঁটিও হয়তো সাদরে গ্রহণ করবেন সাধারণ মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close