আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৯

ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা

মার্কিন ঘাঁটি করতে দেওয়া হবে না

ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফার্নান্ডো আজেভেদো ই সিলভা বলেছেন, তার দেশে মার্কিন ঘাঁটি করতে দেওয়ার কোনো কারণ নেই। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বোলসোনারো তার দেশে মার্কিন ঘাঁটি খুলতে দেবেন বলে সম্প্রতি যে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত। ব্রাজিলের ভ্যালোর ইকোনমিকোর মঙ্গলবার সংস্করণে জেনারেল ফার্নান্ডো আজেভেদোর বক্তব্য বের হয়েছে। এতে তিনি আরো বলেছেন, বিষয়টি অত্যন্ত জটিল এবং এ নিয়ে তিনি প্রেসিডেন্টের সঙ্গে এখনো আলোচনা করেননি।

জেনারেল আজেভেদো বলেন, ‘বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। এ ধরনের ঘাঁটি করার আমি কোনো কারণ দেখি না।’ বার্তা সংস্থা রয়টার্সও এমন সংবাদ পরিবেশন করেছে। এদিকে, অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রাজিলের দৈনিক ফোলহা ডি সাওপাওলো পত্রিকা জানিয়েছে, প্রেসিডেন্ট বোলসোনারো মার্কিন ঘাঁটির ধারণা থেকে সরে গেছেন। ৬৩ বছর বয়সী বোলসোনারো গত ১ জানুয়ারি থেকে ব্রাজিলের রাষ্ট্রক্ষমতায় বসেছেন এবং ৩ জানুয়ারি তিনি টেলিভিশন ভাষণে ঘোষণা করেন যে, তিনি তার দেশে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার অনুমতি দিতে পারেন। ভেনিজুয়েলায় রাশিয়ার প্রভাব খর্ব করতে তিনি এই চিন্তা করছেন বলে জানান বোলসোনারো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close