আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৯

সৌদি তরুণীর আশ্রয় প্রার্থনার আবেদন ‘খতিয়ে দেখা হচ্ছে’

পরিবারের সদস্যদের কাছ থেকে পালিয়ে থাইল্যান্ড আসা ১৮ বছর বয়সী সৌদি তরুণীর আশ্রয় প্রার্থনার আবেদন খতিয়ে দেখার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। জাতিসংঘের তত্ত্বাবধানে থাই বিমানবন্দর ছাড়লেন সৌদি তরুণী। ফেরত পাঠালে পরিবারের সদস্যরা খুন করে ফেলবে এই শঙ্কায় রোববার থাইল্যান্ডের বিমানবন্দর থেকে টুইটারে পোস্ট দিয়েছিলেন রাহাফ মোহাম্মদ আল-কুনুন।

তার ওই পোস্ট বিশ্বব্যাপী সাড়া ফেলে। থাইল্যান্ড কর্তৃপক্ষ তাকে দেশে ঢুকতে দিতে অস্বীকৃতি জানিয়ে যে দেশ থেকে এ সৌদি নারী এসেছিলেন, সেই কুয়েতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেও মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। নিজেকে হোটেল কক্ষে আবদ্ধ রেখে রাহাফও তাকে ফেরত পাঠানোর চেষ্টা ব্যাহত করে দেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তারা সোমবার এ সৌদি তরুণীকে বিমানবন্দরের হোটেল থেকে নিজেদের জিম্মায় নেন। থাই কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাকে ব্যাংককের হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close