আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৯

মাইনাস ৫২ ডিগ্রি তাপমাত্রায় ম্যারাথন

ম্যারাথন দৌড়ানো এমনিতেই খুব সহজ কাজ নয়। তার উপরে তা যদি হয় মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেটা যে আরো বেশি চ্যালেঞ্জের, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করল রাশিয়ার একটি সংস্থা। এত ঠান্ডায় ম্যারাথন প্রতিযোগিতার আসর বসল এই প্রথমবার। ‘পোল অব কোল্ড’ নামক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১৬ জন ম্যারাথন দৌড়বিদ। বিভিন্ন বয়সী মানুষকে দেখা যায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। সব থেকে কম বয়সী অংশগ্রহণকারীর বয়স ছিল ২১ ও সবচেয়ে বেশি বয়স্ক অংশগ্রহণকারীর বয়স ছিল ৭২ বছর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা যোগ দিয়েছিল এই অভিনব ম্যারাথন প্রতিযোগিতায়। রাশিয়া ছাড়াও ফ্রান্স, থাইল্যান্ড, অস্ট্রিয়া থেকেও এসেছিলেন অংশগ্রহণকারীরা। অংশগ্রহণ ছিল ভারতের পক্ষেও। ৪২ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন প্রতিযোগিতায় কেউই অবশ্য দৌড় শেষ করতে পারেননি বলে জানা যাচ্ছে। সর্বোচ্চ ৩৮ কিলোমিটার দৌড়েছেন একজন প্রতিযোগী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close