আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৯

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ

আকস্মিকভাবে পদত্যাগ করেছেন জিম ইয়ং কিম। ছয় বছরের দায়িত্ব পালন শেষে গত সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। খবর বিবিসির।

৫৯ বছর বয়সী জিম ইয়ং কিমের ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। প্রথম মেয়াদের ৫ বছর দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশ্বব্যাংক জানিয়েছে, জিম ইয়ং কিম একটি ফার্মে যোগ দেবেন। তিনি উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো খাতে বিনিয়োগকে গুরুত্ব দিয়েছেন। এক বিবৃতিতে কিম জানিয়েছেন, বিশ্বব্যাংকের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দারিদ্র্যতা দূর করতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close