আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৯

থাইল্যান্ড ছাড়ল সৌদি তরুণী

অবশেষে জাতিসংঘের শারণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে থাইল্যান্ড ছেড়েছে সৌদি আরবের ১৮ বছর বয়সী সেই তরুণী। থাইল্যান্ডের একজন সরকারি কর্মকর্তা গত সোমবার এ কথা জানিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছে সে দেশটির সরকারের কাছে জোরালোভাবে আশ্রয় চেয়েছিল রাহাফ মোহাম্মাদ আল কুন নামের এ তরুণী। থাই অভিবাসন বিভাগের প্রধান সুরাচাতে হাকপার্ন জানান, ‘সৌদি তরুণীকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন সে ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রয়েছে। সে ইউএনএইচসিআরের সঙ্গে বিমানবন্দর ছেড়ে গেছে।’

এর আগে থাই অভিবাসন বিভাগের কর্মকর্তা প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন যে, তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হবে না। সুবর্ণভূমি বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘যদি সে দেশে ফিরতে না চায় তাহলে আমরা তাকে জোর করব না।’ সে সময়ই তিনি জানিয়েছিলেন, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা তার সঙ্গে সাক্ষাৎ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close