আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০১৯

ওজন না কমালে দায়িত্ব থেকে অব্যাহতি!

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তাদের ‘বাড়তি ওজনের’ কেবিন ক্রুদের ওজন কমাতে ছয় মাসের সময় বেধে দিয়েছে। নতুবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বলে নোটিশ দিয়েছে। সিএনএন জানায়, পিআইএ কর্তৃপক্ষ তাদের প্রায় ১৮০০ কেবিন ক্রুকে এ নোটিশ পাঠিয়েছে। নতুন বছরের প্রথম দিন পিআইএ’র মহাব্যবস্থাপক আমির বশির এই নির্দেশ দেন। পিআইএতে বর্তমানে নির্ধারিত ওজনের চেয়ে ৩০ পাউন্ড বেশি ওজনের ফ্লাইট অ্যাটেনডেন্টরাও ফ্লাইটে দায়িত্ব পালন করেন। পিআইএ’র মুখপাত্র মাশহুদ তাজওয়ার বিষয়টিকে ‘নিয়মিত, দৈনন্দিন বিষয়’ বলে বর্ণনা করেছেন। তিনি সিএনএন’কে বলেন, ১ জুলাইয়ের মধ্যে তাদের মাত্র ৫ শতাংশ কেবিন ক্রুর ওজন কমাতে হবে। কর্মীদের ‘সিøম, স্মার্ট অ্যান্ড ফিট’ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, উড়োজাহাজে কেউই মোটা কেবিন ক্রুদের পছন্দ করেন না। আমরা যাত্রীদের কাছ থেকে স্থূল কেবিন ক্রুদের বিষয়ে অভিযোগ পেয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close