আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি, ২০১৯

কোমায় থাকা নারীর সন্তান প্রসব!

আমেরিকার আরিজোয়ানা প্রদেশে ফিওনিক্সের একটি চিকিৎসাকেন্দ্রে গত প্রায় একদশক ধরে কোমায় আছেন এক নারী। ২৪ ঘণ্টা ধরে তাকে নজরদারিরে রাখা হয়। এর মধ্যে ঘটে গেল সবাইকে অবাক করার মতো ঘটনা। গত ২৫ ডিসেম্বরের পর ওই নারীর প্রসব ব্যথা শুরু হয়। এরপর ২৯ ডিসেম্বর কোমায় থাকা অবস্থাতেই সন্তানের জন্ম দেন ওই নারী। এমন ঘটনায় হয় ওই নারীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা হতবাক। তবে এমন ঘটনায় পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার পেছনে যৌন নির্যাতন আছে কি না। তবে অনেকে এমন ঘটনায় ওই স্বাস্থ্যকেন্দ্রের কেউ জড়িত বলে অভিযোগ করছেন।

দেশটির স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টকে বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা তিনি জানাতে রাজি হননি। স্বাস্থ্যকেন্দ্রের তরফেও অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। উত্তর দেওয়া হয়নি প্রায় ৯১১টি ফোনের। শেষমেশ ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে দুটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এবিসি নিউজের উদ্দেশে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, এমন ঘটনার প্রকৃত সত্য যাতে উদ্ঘাটন হয় তার জন্য যা যা করা দরকার সবটাই করা হবে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে। অপর এক বিবৃতিতে ওই স্বাস্থ্যকেন্দ্র জানায়, সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্যকেন্দ্র। এ ছাড়া সমস্ত রোগী যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে শিগগিরই এই রহস্যের সমাধান হবে বলে জানিয়েছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close