আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি, ২০১৯

ইইউকে খারাপ পরিণতির হুশিয়ারি দিল ইরান

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে লেনদেনের উপায় ঠিক করতে ব্যর্থতার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)কে দায়ী করেছে তেহরান। এই ব্যর্থতার জন্য ইউরোপীয় জোটকে পরিণতি বরণ করতে হবে বলেও ইরান সতর্ক করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল রোববার শেষ বেলায় বলেছেন, ইরানের পাওনা পরিশোধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এসভিপি নামে যে পথ বের করতে চেয়েছিল তাতে মারাত্মক রকমের দেরি হয়েছে কিন্তু এখনো তা নির্ধারিত হয়নি। এই ব্যর্থতার জন্য ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে।

ইরানের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বলেছিল তারা পরমাণু সমঝোতা মেনে চলবে এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেহরানের সঙ্গে লেনদেন ঠিক রাখার জন্য এসভিপি চালু করবে। গত কয়েক মাস ধরে এ নিয়ে কাজ করলেও এখনো সেই এসভিপি আলোর মুখে দেখেনি। প্রথমে ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগেই ২০১৮ সালের আগস্ট মাসে এসভিপি চালু করা হবে কিন্তু ৪ নভেম্বর নিষেধাজ্ঞা আরোপ করার পরও তা চালু করতে পারেনি ইইউ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close