আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০১৯

অচলাবস্থা বছরব্যাপী চললেও প্রস্তুত : ট্রাম্প

জরুরি অবস্থা জারির হুমকি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রয়োজনে কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থা জারির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে চলমান আংশিক অচলাবস্থা বছরব্যাপী থাকলে সেজন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি।

ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠকের পর গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ রিপাবলিকান প্রেসিডেন্ট দেয়াল নির্মাণের অর্থ ছাড়া বাজেট বিলে স্বাক্ষর না করারও ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে যেকোনো মূল্যে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ওভাল অফিসে বসার পর থেকে সেই লক্ষ্য পূরণে একের পর এক পদক্ষেপও নিয়েছেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাটরা শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের তহবিলে দেয়াল নির্মাণে আপত্তির কথা জানিয়ে আসছিল।

বিবিসি জানায়, গত বছরের একেবারে শেষ দিকে বাজেট নিয়ে কংগ্রেস ও প্রেসিডেন্টের মতবিরোধ প্রকট হলে কেন্দ্রীয় সরকারের নতুন অচলাবস্থার আশঙ্কা দেখা দেয়। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেসময়ের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ পরে দেয়াল নির্মাণের খরচসহ একটি বাজেট বিল পাস করলেও সিনেটে পর্যাপ্ত ৬০ ভোট না পাওয়ায় তা আটকে যায়।

ফলে ২২ ডিসেম্বর থেকে শুরু হয় ট্রাম্পের মেয়াদে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফা অচলাবস্থা। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ৮ লাখ কর্মীকে দুই সপ্তাহ ধরে বেতন ছাড়াই থাকতে হচ্ছে। গত বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের নতুন সদস্যরা দায়িত্ব নিলে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা তহবিলে ১৩০ কোটি ডলার দেওয়ার প্রস্তাবসহ নতুন একটি বিল অনুমোদন করে, অবশ্য তাতেও মন গলেনি হোয়াইট হাউসের। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সব সংস্থা ও প্রতিষ্ঠানের ব্যয় পরিচালনার ওই বিলটিকে প্রেসিডেন্টের কাছে পাঠানোর আগে তাতে উচ্চকক্ষের অনুমোদন লাগবে। রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা বলছেন, ট্রাম্পের সবুজ সংকেত না পেলে তারা সিনেটে নতুন বিলের বিপক্ষে অবস্থান নেবেন।

নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা ফিরে পেলেও সিনেটে রিপাবলিকান আধিপত্য প্রবল। হোয়াইট হাউস গত শুক্রবারের বৈঠক নিয়ে প্রথমদিকে উচ্ছ্বসিতই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনাকে ‘খুবই ফলদায়ক’ হিসেবেও অভিহিত করেছিলেন তিনি।

পরে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ট্রাম্প ওই বৈঠকে অচলাবস্থা বছরব্যাপী রাখার হুমকি দেওয়ার কথাও স্বীকার করে নেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বলেছি, একেবারে এই কথাই বলেছি। যদিও আমার মনে হয় না এটি হবে, কিন্তু আমি প্রস্তুত। যা করছি তার জন্য গর্বিত আমি, আমি একে অচলাবস্থা বলছি না, দেশের নিরাপত্তা ও লাভের জন্য যা করা দরকারÑ একে আমি সেই নামেই অভিহিত করছি।

বাজেট বিলে কংগ্রেসের অনুমোদনকে পাশ কাটাতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করবেন কি না, এমন প্রশ্নের জবাবেও নিজের অনড় অবস্থানের ইঙ্গিত দেন এ রিপাবলিকান।

তিনি বলেন, করতে পারি। আমরা জরুরি অবস্থা জারি করে দ্রুত (দেয়াল) নির্মাণ করতে পারি। দেয়াল নির্মাণের সেটি আরেকটি পথ হতে পারে।

প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, গত শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে তাদের বৈঠকটি ছিল ‘বাদানুবাদে পূর্ণ’।

‘আমরা তাকে সরকারের অচলাবস্থা নিরসনের প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি পাত্তা দেননি। উল্টো তিনি এ অচলাবস্থা দীর্ঘদিন ধরে চালাবেন বলে জানিয়েছেন। হতে পারে এটি কয়েক মাস কিংবা বছর’ বলেছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।

অচলাবস্থা নিরসনে গত সপ্তাহের মাঝামাঝি হোয়াইট হাউসের সঙ্গেও শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের বৈঠক হয়েছিল। সেখানেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close