আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ ডিসেম্বর, ২০১৮

ইঁদুর সাবাড় করল পুলিশের হাজার লিটার মদ!

থানায় ঢুকে হাজার লিটার মদ সাবাড় করে দিয়েছে ইঁদুরের দল। এমন দাবি করেছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ঘটনা।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, উত্তরপ্রদেশের বেরিলি থানায় এক হাজার লিটার মদ বাজেয়াপ্ত রাখা ছিল। কিন্তু হুট করে থানার এত মদের কিছুই অবশিষ্ট আর নেই। পুলিশের দাবি, বাজেয়াপ্ত রাখা সব মদ ইঁদুরের দল সাবাড় করে দিয়েছে।

রাজ্য পুলিশ জানায়, থানার মালখানায় প্ল্যাস্টিকের ক্যানে রাখা ছিল বাজেয়াপ্ত মদ। সম্প্রতি সেখানকার থানার কেরানি মালখানায় ঢুকে মদের হিসেব মিলাতে গিয়ে দেখেন গড়মিল। পাওয়া যাচ্ছে না হাজার লিটার মদ। নেই অনেক মদের ক্যানও। আবার অনেক ক্যান থাকলেও তাতে কোনো মদ নেই। ক্যানের তলায় রয়েছে ছিদ্র।

সেখানকার পুলিশ সুপার অভিনন্দন সিংহ জানিয়েছেন, শুধু ফাঁকা ক্যানই নয়, মালখানায় ইঁদুরও দেখেছেন মদের হিসাব করতে যাওয়া কেরানিবাবু নরেশ পাল।

এরপরই হাজার লিটার মদ সাবাড়ের দায়ে অভিযুক্ত করা হয় ইঁদুরকে। তবে যোগী আদিত্যনাথের এই রাজ্যে জনগণের মদ্যপান একপ্রকার নিষিদ্ধ। এর আগেও বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রাজ্যে ইঁদুরের মদ সাবাড় করার খবর আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close