আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ ডিসেম্বর, ২০১৮

বাড়ির নিচে বিষধর সাপের বাসা!

বাড়ির পাশের চালাঘর। বন্ধ থাকায় নিয়মিত ব্যবহৃত হয় না সেটি। বেশ কয়েক দিন পর ওই চালাঘরে ঢুকতেই বাড়ির মালিকের চক্ষু চড়ক গাছ। ঘরের চালে গাদাগাদি ভাবে রয়েছে প্রায় ৩০টি র?্যাটেল স্নেক। সঙ্গে সঙ্গে মেশিনে করে ঘরের চাল তুলে ফেলেন তিনি ও তার বন্ধু। সেই ভিডিওই তারা পোস্ট করেছেন ফেসবুকে। তাদের পোস্ট এখন ভেসে যাচ্ছে লাইক ও কমেন্টের বন্যায়।

আমেরিকার টেক্সাসের গরম্যানে থাকেন ববি জেসিকা কোয়ান। সম্প্রতি বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে থেকে একটি র‌্যাটেল স্নেককে বেরিয়ে আসতে দেখেন তিনি। তারপর তিনি আর বন্ধু ওই ঘরে যেতেই বুঝতে পারেন, তাদের ঘরে রীতিমতো বাসা বেধে থাকা শুরু করেছে র?্যাটেল স্নেকের একটি পরিবার।

মেশিনের সাহায্যে ঘরের চাল তুলে সাপ গুলোকে উদ্ধার করেন তারা। সেই উদ্ধারের গোটা ভিডিও তারা পোস্ট করেছিলেন ফেসবুকে। প্রায় ৩৩ লাখ মানুষ ইতোমধ্যেই দেখে ফেলেছেন ভিডিয়োটি। ভিডিয়োটি শেয়ার করেছেন প্রায় ৫৬ হাজার মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close