আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ ডিসেম্বর, ২০১৮

‘সিপিইসি নিয়ে ইসলামাবাদের কোনো সামরিক অভিলাষ নেই’

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল চলতি বছরে তার সর্বশেষ সাপ্তাহিক ব্রিফিংয়ের সময়ে এ কথা বলেন। সিপিইসির কেবল অর্থ ও বাণিজ্যিক দিক নয় বরং সামরিক দিক রয়েছে বলেও মার্কিন কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে মন্তব্য করতে বললে এ কথা বলেন তিনি। তিনি সিপিইসিকে পাকিস্তান ও চীনের মধ্যকার অর্থনৈতিক প্রকল্প হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি বিশেষ করে জ্বালানি এবং অবকাঠামো খাতের উন্নতি হয়েছে।

এ ছাড়া, একে দ্বিপাক্ষিক অর্থনৈতিক প্রকল্প হিসেবেও উল্লেখ করে তিনি বলেন, সিপিইসি কোনো দেশেরই বিরুদ্ধে নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close