আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

সন্ত্রাসবাদবিরোধী লড়াই

সমঝোতায় চীন পাকিস্তান আফগানিস্তান

সমঝোতা স্মারকে সই করেন চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। এ তিন দেশ ‘বেল্ট অ্যান্ড রোড ইনশিয়েটিভ’র ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও রাজি হয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা ও অর্থনীতির অবস্থা যখন হতাশাজনক তখন এ সমঝোতা স্মারক সই হলো। তবে তিন দেশের এই উদ্যোগ ভারতের জন্য ঝামেলার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সহযোগিতা জোরদার করবে তিন দেশ চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, গত শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা একটি সংলাপে অংশ নেন। ওই অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এটা ছিল তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় দফা সংলাপ। বৈঠকে তিন দেশ সন্ত্রাসবাদবিরোধী সংলাপ জোরদারের নীতি গ্রহণ এবং এ ক্ষেত্রে পারস্পরিক কার্যকর সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করে। ২০১৭ সালে চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম এ তিন দেশের সন্ত্রাসবাদবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close