আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে নারীদের ঝাঁটা মিছিল

ভারতের পশ্চিমবঙ্গে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েক হাজার মানুষ। আর এই বিক্ষোভে ঝাঁটা হাতে ছিলেন শত শত নারী। গত সোমবার ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’ নামের একটি রাজনৈতিক দলের নেতৃত্বে কলকাতার রামলীলা ময়দান থেকে ওই মিছিল শুরু হয়।

জানা যায়, ওই মিছিলটি নবান্ন নামের স্থান পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছানোর পরে তা আটকে দেয় পুলিশ।

এরপরে সেখানেই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। প্রায় আধা ঘণ্টা সেই বিক্ষোভ চলেছে।

ওই দলের সাধারণ সম্পাদক খারওয়ার হোসেনের দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করতে হবে। মিছিলে যোগদানকারীরা বলেন, আমরা চাই সরকার নতুন করে যেন মদের লাইসেন্স আর না দেয়। সরকারকে চোলাইয়ের ঘাঁটি ভাঙার জন্য আরো উদ্যোগী হতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের অভিমত, দিল্লিতে গণধর্ষণ, পার্ক স্ট্রিট এবং কামদুনি ধর্ষণ কান্ডের প্রতিটিতেই দেখা গেছে যে, অপকর্মে জড়িতরা মত্ত অবস্থায় ছিল। আনন্দ বাজার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close