আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

ট্রাফিক নিয়ন্ত্রণে এলভিস প্রিসলে

তাকে দেখেই থমকে যায় ট্রাফিক। আবার তাকে দেখেই গতিশীল হয় শহর। সেটা স্বাভাবিকই বটে। এলভিস প্রিসলে তো ছোটখাটো নাম নয়। ‘কিং অব রক অ্যান্ড রোল’। কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে এলভিস প্রিসলে এখন কোথায়। তিনি তো বলেছেন কয়েক দশক আগে। কিন্তু জার্মানির ফ্রিববার্গ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ কিন্তু ‘কিং অব রক’ই করে থাকেন।

শুনে অনেকেরই ধাঁধাঁ লেগে যাবে। বিষয়টা স্পষ্ট করে বলি, আসলে এই শহরে সবকটি ট্রাফিক সিগনালই সবুজ হয় এলভিস প্রিসলের অবয়বে। আবার রেড হয় সেই একই অবয়বে। বলতে পারেন কিং অব রককে বিশেষ সম্মান জানাতেই এই ব্যবস্থা করা হয়েছে। এই শহরে এলভিস স্কয়ারও রয়েছে। কারণ এই শহরেই নাকি এলভিস প্রিসলে ১৯৫৮-এর অক্টোবর থেকে ১৯৬০-এর মার্চ মাস পর্যন্ত সেনা জওয়ান হিসেবে ছিলেন। সেই কারণেই এই বিশেষ সম্মান জানানো হয় প্রবাদ প্রতিম মিউজিশিয়ানকে। সিগনাল লাল হওয়ার অর্থই হচ্ছে লাল রঙের প্রিসলের অবয়ব। যেখানে মাইক্রোফোন নিয়ে গান করছেন প্রিসলে। আর সিগনাল সবুজ হওয়ার অর্থ হচ্ছে নাচে ছন্দে প্রিসলের অবয়ব। এই সিগনাল মেনেই চলেছে শহরবাসী। কোনোদিন ভুল হয়নি। পর্যটকরা এখানে আসেন কেবলমাত্র এলভিস প্রিসলেকে নিয়ে তৈরি করা এই ট্রাফিক সিগনাল সিস্টেম দেখার জন্যই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close