আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৮

ভাঙড়া নাচের প্রশিক্ষণ

ডোকলাম সংঘাতের পর এই প্রথম ভারত এবং চীনের সেনাদের যৌথ মহড়া শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। চীনের চেংডু শহরে চলছে এই মহড়া। আড়াই বছর আগে দু’দেশের মধ্যে এই ধরনের যৌথ মহড়া হয়েছিল। ভারত ও চীনের সেনাদের মধ্য এবারের মহড়ায় দেখা গেল ভারতীয় সেনারা ‘ভাঙড়া’ নাচ শেখাচ্ছেন চীনের সেনাদের। জঙ্গি কার্যকলাপ রোধ এবং অন্যান্য আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা করার জন্য জাতিসংঘের নির্দেশ অনুসারে এই ‘হ্যান্ড ইন হ্যান্ড’ সেনা মহড়া হয়ে থাকে। এবারের সেই মহড়াতে দুই দেশেরই ১০০ জন করে অংশ নিয়েছে। সেই মহড়াতেই হাল্কা মেজাজে দেখা গেল বিবাদমান দু’টি দেশের সেনাদের। দুই দেশের সেনাদের হাল্কা মেজাজের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, চীনের সেনাদের ভাঙড়া নাচের কিছু স্টেপ শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা। তার পর দুই দেশের সেনারা একসঙ্গে শুরু করে দেয় ভাঙড়া নাচ।

ওই ভিডিও দেখে স্বভাবতই খুশি হয়েছে দুই দেশের শান্তিপ্রিয় মানুষরা। কারণ ডোকালামে ৭৩ দিন এই দুই দেশের সেনার মুখোমুখি অবস্থানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তৈরি হয়েছিল দুশ্চিন্তার বাতাবরণ।

চীনের পক্ষ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে, ‘দুই দেশের সেনাদের যৌথ মহড়া দুই দেশের কূটনীতিতেও স্থিতাবস্থা আনবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close