আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৮

দুর্নীতির অভিযোগে নাস্তানাবুদ নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের প্রথম দিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা হয়।

গত বুধবার নাজিব রাজাক এবং রাষ্ট্রীয় ‘১ মালোয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ’ বা ১ এমডিবি’র সাবেক প্রধান নির্বাহী অরুল কান্দা স্বামীর বিরুদ্ধে শত শত কোটি ডলার তছরুপ করার অভিযোগ আনা হয়েছে। ১ এমডিবি তহবিলের ২০১৬ সালের সরকারি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিস থেকে ঘষামাজা হয়েছিল এমন অভিযোগে নাজিব রাজাক এবং ওই নির্বাহীকে চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতিবিরোধী তদন্তকারীরা। নাজিব রাজাক ২০০৯ সালে গঠন করেছিলেন ১ এমডিবি। তবে আকাশচুম্বী ঋণ ও আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যেও ওই অডিটকে অনুমোদন দেওয়া হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার নাজিব রাজাককে আদালতে তার বিরুদ্ধে আনা নতুন অভিযোগ পড়ে শোনানো হয়। তাতে বলা হয়, ওই অডিট রিপোর্ট চূড়ান্ত করার আগে তা সংশোধন করিয়েছিলেন নাজিব রাজাক। তবে প্রধানমন্ত্রীর পদ ব্যবহার করে এমন অনৈতিক কাজ করার কথা অস্বীকার করেছেন তিনি।

অভিযোগ প্রমাণিত হলে নাজিব রাজাক ২০ বছর পর্যন্ত জেল অথবা ১০ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। এ মামলায় ১ এমডিবি’র সাবেক প্রধান নির্বাহী অরুল কান্দাও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close