আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনে হারলেন ভারতের প্রথম ‘গরুমন্ত্রী’

রাজস্থানের বিধানসভার নির্বাচনে ভারতের একমাত্র নিবেদিত প্রাণ ‘গরুমন্ত্রী’ ওতারাম দেবাসি পরাজিত হয়েছেন। সব সময় মাথায় লাল পাগরি ও সাদা ধুতি পরিহিত, ঐতিহ্যবাহী একটি লাঠি বহনকারী ওতারাম রাজ্যের সিরোহি আসনের নির্বাচনে ১০ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র এক প্রার্থীর কাছে হেরে গেছেন বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। গত মঙ্গলবারের ওই নির্বাচনে ওতারামের দল ক্ষমতাসীন বিজেপিও হেরে ক্ষমতাচ্যুত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে গরুরক্ষাকে কেন্দ্র করে রাজস্থানে অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটেছে। গরুর মাংস বহন করছে অথবা গরু জবাই করেছে এমন অভিযোগে বহু লোকের ওপর হামলা চালানো হয়েছে, তাদের কাউকে হত্যাও করা হয়েছে। এ ধরনের এক অভিযোগে গত বছর আলওয়ারের ব্যস্ত এক মহাসড়কে এক মুসলিম দুগ্ধ চাষিকে মারধর মেরে ফেলা হয়। ভারতের মধ্যে আলওয়ারেই তথাকথিত গোরক্ষদের তৎপরতা সবচেয়ে বেশি ছিল। ২০১৫ সালে প্রথমবারের মতো শুধু গরু রক্ষার জন্য ভারতের কোনো রাজ্যে একটি মন্ত্রণালয় গঠন করা হয়। রাজস্থানের এই মন্ত্রণালয়টির দায়িত্ব পান সাবেক পুলিশ সদস্য রাজনীতিক ওতারাম দেবাসি। ওতারাম রাজস্থানের পরিত্যক্ত গরুদের ২,৩০০টি আশ্রয়স্থল জন্য তহবিল যোগাড়ের লক্ষে নতুন সম্পত্তি কেনার ওপর ২০ শতাংশ সারচার্জ ধার্য করে এর নাম দেন ‘গরু কর’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close