আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

সৌদি আরব আমাদের ভালো বন্ধু : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জামাল খাশোগি হত্যার ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্ট এবং সিনেটের বিরোধিতা সত্ত্বেও তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পাশে রয়েছেন। সিআইএর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, খাশোগি হত্যার জন্য সৌদি যুবরাজ নিজেই নির্দেশ দিয়েছেন। ওভাল অফিস থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিন সালমান সৌদি আরবের নেতা। তারা আমাদের খুব ভলো বন্ধু। তবে খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজের সমর্থন ছিল কি না, ট্রাম্প তা বলতে চাননি। এর পরিবর্তে বারবার তিনি সৌদির সঙ্গে আমেরিকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের কাছে জানতে চায়, সৌদি আরবকে সমর্থন করার অর্থ উচ্চাভিলাষী যুবরাজকে সমর্থন করা নয় কি? জবাবে ট্রাম্প কোনো রাখঢাক না করেই বলেন, ‘বর্তমানে অবশ্যই তাই।’

খাশোগি হত্যার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সিনেটের ব্যাপক চাপের মুখে রয়েছেন। নিজের দলের সিনেটররাও সৌদি যুবরাজকে অন্ধভাবে সমর্থন না করার জন্য ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close