আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

হামলাকারী পালিয়েছে, তবু খুঁজছে ৩৫০ পুলিশ!

স্ট্রাসবার্গ বন্দুক হামলার পর সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহভাজনকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ কর্তৃপক্ষ। উগ্রবাদী তৎপরতার সঙ্গে তার সংশ্লিষ্টতার আশঙ্কা করছে তারা। সীমান্ত ও পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে নিরাপত্তা জারির পাশাপাশি সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন ৩৫০ জন পুলিশ। তবে উপস্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্ট্রাসবার্গের বিখ্যাত ক্রিসমাস মার্কেটের কাছে মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে গোলাগুলি শুরু হয়। প্রাণ হারান তিনজন। আহত হন আরো অন্তত ১৩ জন। ২৯ বছর বয়সী ওই বন্দুকধারীকে উগ্রবাদী বিবেচনা করছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, আহত অবস্থায় পালিয়ে যান ওই ব্যক্তি। ফ্রান্সের কাউন্টার টেররিজম থেকে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী পেটার ফ্রিৎজ বিবিসিকে বলেছেন, তিনি বন্দুকের গুলির শব্দ শুনেছেন আর গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সেতুর ওপর পড়ে থাকতে দেখেছেন। তিনি ওই ব্যক্তির জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও তার আগেই লোকটি মারা যায়। ফ্রান্সের বিএফএম টিভির মতে, হামলাকারী একটি ট্যাক্সিতে করে পালিয়ে যায়। নুডর্ফের একটি থানার কাছেই নামেন তিনি। ধারণা করা হচ্ছে, সেখানেই কোথাও বাস করেন হামলাকারী। ওই ট্যাক্সিচালক জানান, হামলাকারী বাম পায়ে আঘাত পেয়েছিলেন। এই ঘটনার পর নুডর্ফের বাসিন্দাদের ঘরের মধ্যেই থাকার আহ্বান জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close