আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

কানাডার সাবেক কূটনীতিক ‘চীনে আটক’

চীনে কানাডার সাবেক এক কূটনীতিক আটক হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায় চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং গ্রেফতার হওয়ার কয়েকদিনের মাথায় এ খবর এলো। চীনে আটক হওয়া সাবেক ওই কানাডীয় কূটনীতিকের নাম মাইকেল কভরিগ। বর্তমানে তিনি ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’-এ কাজ করছেন। আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি মাইকেল আটক হওয়ার খবর জানতে পেরেছে এবং অবিলম্বে তাকে নিরাপদে মুক্ত করে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে। মাইকেলকে কেন আটক করা হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু পরিষ্কারভাবে জানা যায়নি। হুয়াওয়ের নির্বাহী গ্রেফতারের ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি ন,া তাও জানা যায়নি। কানাডার ভ্যাঙ্কুভারে ১ ডিসেম্বর চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াঝৌ গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে চীন এবং কানাডার মধ্যে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে। কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ ইতোপূর্বে বেইজিং, হংকং এবং নিউইয়র্কে জাতিসংঘেও কাজ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close