আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৮

‘রামমন্দির নিয়ে বাড়াবাড়ির কারণেই ভোটে পরাজয়’

বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ ও নাম পরিবর্তন নিয়ে বাড়াবাড়ির কারণেই পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটিরই এক সংসদ সদস্য। বিজেপির নির্বাচন নীতি ও নেতৃত্বেরও সমালোচনা করেন তিনি। এনডিটিভি।

ভারতীয় রাজ্য সভার সদস্য সঞ্জয় কাদাদে মনে করছেন রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির পরাজয়ের বিষয়টি আগেই বোঝা অনুমান করা গেছে। তবে মধ্যপ্রদেশে হতাশাজনক ফলাফল আশা করেনি কেউ। ফলাফল প্রকাশের দিন অবাক হয়েছে সবাই।

তিনি বলেন, ‘আমি মনে করি ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা ভুলে গেছি। ভাস্কর্য, নাম পরিবর্তন ও রাম মন্দির নির্মাণ নিয়ে মাতামাতির নিয়ে চাপা পড়ে গেছে উন্নয়ন।’

গতকাল মঙ্গলবার প্রকাশিত পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলে দেখা যায়, ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে মাত্র ১৪টি আসন পেয়েছে বিজেপি। ৬৬ আসন পেয়ে এখানে এগিয়ে আছে কংগ্রেস।

রাজস্থানে বিজেপির আসন ৭৩টি। ১০১ আসন পেয়ে এখানেও সরকার গঠন করবে কংগ্রেস।

মধ্য প্রদেশে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। উভয় দলের প্রাপ্ত আসন সংখ্যার ব্যবধান সামান্য।

অন্যদিকে তেলেঙ্গানা ও মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পায় আঞ্চলিক দল তেলে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close