আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ‘নতুন দূত হচ্ছেন নয়ের্ত’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ের্তই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে গতকাল শুক্রবারই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে তারা। আনুষ্ঠানিক ঘোষণা এলে নয়ের্ত জাতিসংঘে নিকি হ্যালির স্থলাভিষিক্ত হবেন।

প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে অক্টোবরে আচমকা এক ঘোষণায় সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি রাষ্ট্রদূতের পদ ছেড়ে দেন, জানিয়েছে বিবিসি। কী কারণে এ সিদ্ধান্ত, তা বলেননি হ্যালি। ৪৬ বছর বয়সী এ নারী ২০২০ সালের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বলেও গুঞ্জন রয়েছে। বিদায়ী রাষ্ট্রদূতকে শুভেচ্ছাও জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, জাতিসংঘে থাকাকালীন হ্যালি ‘দুর্দান্ত কাজ’ করেছেন। তার স্থলে প্রথমদিকে সাবেক ডেপুটি সেক্রেটারি দিনা পাওয়েল ও ট্রাম্পকন্যা ইভাঙ্কার নাম শোনা গেলেও পরে নয়ের্তই রিপাবলিকান প্রশাসনের পছন্দের তালিকায় চলে আসেন।

৪৮ বছর বয়সী এ নারীই যে জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হচ্ছেন, তা প্রথম জানায় ফক্স নিউজ। পরে ব্লুমবার্গও তিনটি আলাদা সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করে।

১৯৯৮-২০০৫ পর্যন্ত ফক্সেই চাকরি করেছিলেন নয়ের্ত। এবিসিতে দুই বছর কাজ করার পর ফের আগের প্রতিষ্ঠানেই উপস্থাপক হিসেবে ফেরেন। ২০০৭ সালে নয়ের্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হন। চলতি বছরের মার্চে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্বও দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close