আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

সিনিয়র বুশকে শেষ শ্রদ্ধা ট্রাম্পের

প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার সিনিয়র বুশের পতাকা মোড়ানো কফিন ওয়াশিংটন ডিসি রুটান্ডায় নেওয়া হলে প্রয়াত প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানায় ট্রাম্প দম্পতি।

আজ বুধবার শেষকৃত্যের আগপর্যন্ত মানুষ সেখানে গিয়ে সিনিয়র বুশকে শ্রদ্ধা জানাতে পারবেন। অতীতে বিভিন্ন সময় বুশ পরিবারের সঙ্গে নানা দ্বন্দ্বে অবতীর্ণ হলেও ট্রাম্প শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রুটান্ডায় অনুষ্ঠিত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল, হাউস স্পিকার পল রায়ান উভয়েই সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশকে মহান দেশপ্রেমিক বলে আখ্যা দেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, প্রয়াত প্রেসিডেন্টের কর্মকান্ড সবাইকে দেশসেবায় উৎসাহিত করবে।

গত শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান সিনিয়র বুশ। আজ বুধবার তাকে টেক্সাসের নিজ বাড়িতে স্ত্রী বারবারার কবরের পাশে সমাধিস্থ করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন জর্জ এইচ ডাব্লিউ বুশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close