আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

রাজাপাকসের প্রধানমন্ত্রিত্ব আটকে দিলেন আদালত

শ্রীলঙ্কার আদালত মাহিন্দা রাজাপাকসের প্রধানমন্ত্রীত্ব এবং মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠানের ক্ষমতা রহিত করে একটি আদেশ জারি করেছে।

গত সোমবার দেশটির আপিল আদালত এ আদেশ দেয় বলে জানিয়েছে এনডিটিভি। আদালত বলেছে, আগে রাজাপাকসের মন্ত্রিসভা বৈধ প্রমাণিত হতে হবে।

রাজাপাকসেকে সরকার প্রধান থাকার অনুমতি দিলে তা শ্রীলঙ্কার জন্য ‘অপূরণীয় ক্ষতির কারণ হবে’ বলেও রায়ে জানিয়েছে আদালত।

শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের মধ্যে বিরোধের জেরে গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে ওই দিন রাতেই রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। তিনি বিক্রমসিংহের মন্ত্রিসভাও ভেঙে দিয়েছিলেন।

পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দাবি করে বিক্রমসিংহে প্রধানমন্ত্রীত্ব ছাড়বেন না বলে ঘোষণা দেন এবং পক্ষ যাচাইয়ে এমপিদের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান।

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবেন এমনটা নিশ্চিত হওয়ায় সিরিসেনা পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে আগাম নির্বাচনের ডাক দেন। যার বিরুদ্ধে দেশটির প্রধান তিন দল আদালতে পিটিশন দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close