আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ডিসেম্বর, ২০১৮

ইয়েমেনে ১৩১ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা ইয়েমেনে জরুরি খাদ্য সহায়তায় ১৩১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বেশির ভাগ অর্থই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে।

২০১৫ সাল থেকেই হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সেখানে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলায় প্রাণ হারিয়েছেন অনেক বেসামরিক। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। তাদের জরুরি মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। আরোপিত অবরোধের কারণে লাখ লাখ ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। ত্রাণ অবরুদ্ধ হওয়াতে ইতোমধ্যেই গৃহযুদ্ধ ও খরাজনিত কারণে কলেরা আর ক্ষুধার কবলে পড়া ইয়েমেনের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

যুক্তরাষ্ট্র জানায়, এখন পর্যন্ত ২০১৮ অর্থবছরে তারা ৬৯৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দফতর জানায়, সবার কাছে খাবার পৌঁছানোর জন্য অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। এজন্য অস্ত্রবিরতির আহ্বান জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, সহিংসতা থামিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজেই লাখ লাখ মানুষের দুর্দশা বন্ধ করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close