আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৮

‘বিশ্বকে অভিবাসী ও গরিবদের কথা ভুললে চলবে না’

সম্পদের বৈষম্য ও অভিবাসীদের প্রতি আচরণের সমালোচনা করে পোপ ফ্রান্সিস রোববার বলেছেন, জীবনের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে অবহেলা করা বিশ্বের উচিত হবে না।

রোমান ক্যাথলিক চার্চের বার্ষিক ‘গরিবদের বিশ্ব দিবস’ উপলক্ষে এক সমাবেশে ফ্রান্সিস বলেন, ‘অবিচারই দারিদ্র্যের মূল কারণ’। তিনি আরো বলেন, প্রতিদিন গরিবের কান্না শক্তিশালী হচ্ছে কিন্তু অল্প কিছু ধনী মানুষের কান তালা লাগায় তারা তা শুনতে পাচ্ছে না। এই ধনীরা দিনে দিনে আরো ধনী হচ্ছে। ফ্রান্সিস অভিবাসীদের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, অনিশ্চিত ভবিষ্যতের কারণে যারা নিজেদের ঘর ও মাতৃভূমি থেকে পালাতে বাধ্য হয়েছেন তাদের প্রতি মানুষকে অবশ্যই মনোযোগ দিতে হবে। ফ্রান্সিস এমন সময় এই বক্তব্য দিলেন যখন যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে শত শত অভিবাসী অপেক্ষা করছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ফ্রান্সিস যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে সরাসরি কিছু বলেননি।

মানবাধিকার সংস্থা অক্সফাম এ বছর এক প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালে ৩৭০ কোটি মানুষ অর্থাৎ বিশ্বের অর্ধেক মানুষেরই কোনো সম্পদ বাড়েনি। অথচ একই বছর বিশ্বে মোট সম্পদের ৮২ শতাংশের মালিকানা মাত্র এক শতাংশ মানুষের হাতে চলে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close