আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৮

গুবরে পোকা ও বিড়ালের মমি

স্ক্যারাব বিটলস। গুবরে পোকা। প্রায় ২৫০০-২৩৫০ খ্রিস্টপূর্ব আমলের এই পোকার প্রচুর মমি পেলেন প্রতœতত্ত্ববিদরা। চলতি সপ্তাহেই এই সমাধিটি খননের সময় সাতটি সমাধিতে মেলে এগুলো। গির্জার পিরামিড তৈরির পরবর্তী সময়ে প্রাচীন মিসর শাসন করতেন উসেরকাফ। মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটির তরফে মোস্তাফা ওয়ার্জারি জানিয়েছে, সমাধির প্রবেশদ্বার ছিল একেবারে অক্ষত অবস্থায়, সিল করা। ২০১৩ সালে এখানে খনন কার্য শুরু হয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর খনন শুরু হয় চলতি বছর এপ্রিল মাসে। মাস কয়েক খোঁড়ার পর আয়তাকার চুনাপাথরের ভাস্কর্যে অলঙ্কৃত পাথরের শবাধারে দুটি মমি পাওয়া যায় তাতে তিনটি গুবরে পোকা মেলে।

লিনেনে মোড়া দুটি গুবরে পোকা একটি কারুকাজ করা পাত্রের মধ্যেই ছিল। ছোট্ট একটি কফিনে আরো বেশ কয়েকটি পোকার মমি মিলেছে। সাড়ে ৪ বছর আগের ২১টা বিড়ালের মমির সন্ধান পাওয়া গিয়েছে এই খননের সময়েই। প্রাচীন মিসরে বিড়ালকে অত্যন্ত পবিত্র মনে করা হতো।

সবাই সম্মান করত ছোট্ট প্রাণীটিকে। যে কারণে বিড়ালকে তারা শিল্পে স্থান দিয়েছিল। মর্যাদা দিয়েছিল দেবতার। মৃত্যুর পর বিড়ালের মমিও করা হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close