আন্তর্জাতিক ডেস্ক

  ১১ নভেম্বর, ২০১৮

দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ বন্ধ করতে হবে : আমেরিকা

চীন ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় বলেছেন, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বেইজিং যে নীতি অনুসরণ করছে, তা পরিবর্তন করতে হবে। একই সঙ্গে তিনি দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করা থেকে বিরত থাকতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার ওয়াশিংটনে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মাইক পম্পেও এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও উপস্থিত ছিলেন। মাইক পম্পেও বলেন, ‘দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ তৎপরতার বিষয়ে আমরা আমাদের উদ্বেগ জানানো অব্যাহত রেখেছি। ওই এলাকা নিয়ে চীনের প্রতিশ্রুতি থেকে সরে আসার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছি আমরা।’ দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ এলাকার ওপর একক সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। এ সাগর দিয়ে বছরে অন্তত পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলে। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান, ব্রুনাই ও ভিয়েতনাম এ সাগরের মালিকানা দাবি করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close