আন্তর্জাতিক ডেস্ক

  ১০ নভেম্বর, ২০১৮

আগামী বছরের গোড়ার দিকে ফের ট্রাম্প-কিম বৈঠক

আগামী বছরের গোড়ার দিকে ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণকে ত্বরান্বিত করতেই এ বৈঠক। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওই বৈঠক নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পূর্বনির্ধারিত একটি বৈঠক স্থগিতের এক দিনের মাথায় দুই শীর্ষ নেতার সম্ভাব্য নতুন বৈঠকের কথা জানালেন ট্রাম্প। স্থগিত হয়ে যাওয়া বৈঠকে দ্বিতীয় দফায় ট্রাম্প-কিমের সাক্ষাতের বিষয়ে আলোচনার কথা ছিল।

স্থগিত হয়ে যাওয়া উচ্চপর্যায়ের বৈঠকটি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ফের ওই বৈঠক আয়োজন করা হবে। তবে পিয়ংইয়ং যেভাবে এগোচ্ছে তাতে ওয়াশিংটন সন্তুষ্ট। দৃশ্যত প্রক্রিয়াটি যথার্থভাবে চলছে। এ নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই। উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প। তখন কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। সূত্র : সিএনএন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close