আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ নভেম্বর, ২০১৮

রাশিয়ায় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের গত ১৭ বছরের সংকট সমাধানের লক্ষ্যে চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় বহুপক্ষীয় সংলাপে প্রতিনিধিদল পাঠাবে তালেবান। মস্কো গত শনিবার ঘোষণা করেছে, কাবুল ও তালেবানের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করা যায় কি না তা নিয়ে আগামী ৯ নভেম্বর মস্কোয় ওই সংলাপ অনুষ্ঠিত হবে। তালেবান মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘উচ্চপর্যায়ের’ প্রতিনিধিদল মস্কোয় পাঠাবে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ বিবৃতিতে বলেন, এ সম্মেলনে বিশেষ কোনো পক্ষের সঙ্গে আলোচনা হবে না বরং এখানে শান্তিপূর্ণ উপায়ে আফগান সংকটের সমাধান ও মার্কিন দখলদারিত্বের অবসান নিয়ে বহুপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close