আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৮

কাশ্মীরে ভারি তুষারপাতে বিদ্যুৎ বিপর্যয়

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারী তুষারপাতের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শনিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীর রাজ্যের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শ্রীনগরে ব্যাপক তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে। বিমানবন্দরের কর্মকর্তারা বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়ে আরো বেশি কয়েকটি ফ্লাইট জম্মু বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাফতরিক টুইটার একাউন্টে জানান। অসময়ের এই তুষারপাতে শ্রীনগরের অনেকগুলো সড়কে তীব্র ট্রাফিকজ্যাম তৈরি হয়। তুষারপাতে অনেকগুলো সড়ক বন্ধ হয়ে বেশ কয়েকটি এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শ্রীনগরের অধিকাংশ অংশ জলমগ্ন হয়ে আছে বলে প্রকাশিত খবরে জানা যায়।

তুষারপাতের কারণে আপেল বাগানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে আপেল চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

শনিবার ভারী তুষারপাতের পর কাশ্মীরের ?মুঘল রোড বরাবর পীর কি গলি এলাকা থেকে ১২০ ব্যক্তিকে উদ্ধার করা হয়, এদের অধিকাংশই ট্রাক চালক। রোববার ভোররাত ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানান এনডিটিভি।

রোববার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ৫ নভেম্বরের পর থেকে দুই-তিন সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কাশ্মীরের আবহাওয়া বিভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close