আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর, ২০১৮

ইতালিতে চ্যাপেলকে মসজিদে রূপান্তরে কট্টরপন্থিদের বাধা

ইতালিতে সাবেক হাসপাতালের চ্যাপেলকে মসজিদে রূপান্তর করার মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাধা দিয়েছে দেশটির কট্টর ডানপন্থি লিগ পার্টি। ইতালির উত্তরাঞ্চলীয় শহর বেরগামোতে রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে স্থানীয় একটি হাসপাতাল ওই চ্যাপেল ভবনটি নিলামে তোলে। রোমান অর্থোডক্স গির্জা ওই ভবনটিকে তাদের ধর্মীয় প্রার্থনা গৃহ (চ্যাপেল) হিসেবে ব্যবহার করে আসছিল।

নিলামে ওই ভবনটির জন্য সবচেয়ে বেশি দর প্রস্তাব করে মুসলিম অ্যাসোসিয়েশনটি। এতে দর প্রস্তাবে রোমান অর্থোডক্স গির্জা পেছনে পড়ে যায়। কিন্তু ২০০৪ সালে পাস হওয়া সাংস্কৃতিক স্থাপনা রক্ষা আইন ব্যবহার করে ওই ভবনটি বিক্রির প্রক্রিয়া তারা বন্ধ করবে বলে ঘোষণা দেয় বিত্তশালী লাম্বার্ডি অঞ্চলের লিগ নেতারা। বেরগামো শহরটি লাম্বার্ডি অঞ্চলভুক্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close