আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর, ২০১৮

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনরো

কট্টর ডানপন্থি প্রার্থী জাইর বোলসোনরো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে বোলসোনরো ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়া বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফের্নেন্দো হাদাজিকে পরাজিত করেন। ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বিবিসি। ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সামরিক বাহিনীর একনায়কতান্ত্রিক শাসনের পর ব্রাজিলের প্রেসিডেন্ট হতে যাওয়া সশস্ত্র বাহিনীর প্রথম সাবেক কর্মকর্তা তিনি; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নির্বাচনী প্রচারণাগুলোতে প্রকাশ্যে ওই সামরিক একনায়কতান্ত্রিক শাসন পর্বের প্রশংসা করেছেন বোলসোনরো। নিজের ভাইস প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মন্ত্রী হিসেবে তিনি সামরিক বাহিনীর সাবেক জেনারেলদেরই প্রাধান্য দিচ্ছেন বলে খবর। নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার পর প্রথম প্রকাশ্য মন্তব্যে গণতান্ত্রিক নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি; পাশাপাশি দেশের গতিপথ পরিবর্তন করতে চান বলেও জানিয়েছেন। বলেছেন, সমাজতন্ত্র, সাম্যবাদ, জনপ্রিয়তাবাদ ও বাম চরমপন্থার সঙ্গে প্রেম দেখিয়ে চলব না আমরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাকারী বোলসোনরো ব্রাজিলকে অগ্রসর অর্থনীতিগুলোর সঙ্গে পুনঃসম্পর্কিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১৫ বছরের মধ্যে ১৩ বছর (২০০৩-২০১৬) ব্রাজিল বামপন্থি ওয়ার্কার্স পার্টির শাসনাধীন ছিল। তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার মধ্য দিয়েই ৬৩ বছর বয়সী কংগ্রেসম্যান বোলসোনরোর উত্থান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close