আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর, ২০১৮

দলীয় নেতৃত্ব ছাড়ছেন অ্যাঙ্গেলা মারকেল

আসছে ডিসেম্বরে দলীয় চেয়ারম্যান পদের নির্বাচনে লড়বেন না জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসি।

সোমবার একটি প্রাদেশিক নির্বাচনের ফলাফলে তার নেতৃত্বাধীন জোটের হতাশাজনক ফল প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মারকেল।

২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারম্যান তিনি। মারকেলই সবচেয়ে বেশি সময় দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর চ্যান্সেলর হিসেবে মারকেল জার্মানিকে নেতৃত্ব দিচ্ছেন ২০০৫ সাল থেকে।

দলীয় নেতারা জানিয়েছেন, হেজ প্রদেশের নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের দুই দলই ১০ ভাগ করে ভোট খুইয়েছে। এরপর একাধিকবার দলীয় প্রধানের পদে আর লড়বেন না বলেন জানান মারকেল।

তবে চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close