আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ অক্টোবর, ২০১৮

পিটার্সবার্গের হামলাকারীর বিরুদ্ধে ২৯ অভিযোগ

পিটার্সবার্গের ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় বন্দুকধারী রবার্ট বাউয়ার্সের বিরুদ্ধে ২৯ অভিযোগ এনেছেন মার্কিন প্রসিকিউটররা। এর মধ্যে ঘৃণাবাদী ও ইহুদিবিদ্বেষ-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে। ওই বন্দুক হামলার ঘটনায় ১১ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিকেই ইহুদিদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রে ইহুদিদের একটি গ্রুপ। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় স্কুইরেল হিলসংলগ্ন ‘ট্রি অব লাইফ’ সিনাগগে হামলা চালানো হয়। সেখানে এক নবজাতকের নামকরণ অনুষ্ঠান চলাকালে প্রার্থনারত ইহুদিদের ওপর চালায় ৪৬ বছর বয়সী রবার্ট বাউয়ার্স। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে একটি অ্যাসল্ট রাইফেল ও তিনটি হ্যান্ডগান নিয়ে চালানো বাউয়ার্সের হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। বাউয়ার্সের বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা অভিযোগের মধ্যে রয়েছে ধর্মীয় বিশ্বাসচর্চায় বাধা দেওয়া-সংক্রান্ত ১১, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার ১১, কর্মকর্তাদের কাজে বাধা ও তাদের আহত করার চার এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার-সংক্রান্ত তিনটি অভিযোগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close