আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০১৮

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ওয়ার্দাকে একটি পুলিশ কম্পাউন্ডের বাইরে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে রাজধানী কাবুল থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রদেশটির প্রধান শহর ময়দানে অজ্ঞাতনামা এক এ হামলাকারী একটি গাড়ির মাধ্যমে এ বিস্ফোরণ ঘটায়।

প্রদেশটির পুলিশ প্রধানের মুখপাত্র হেকমত দুররানি বলেন, ওই হামলার সময় পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকরা কম্পাউন্ডের ভেতরে ঢুকছিলেন। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্যসহ দুইজন বেসামরিক নাগরিক আছেন বলে জানান তিনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ।

এখনো কোনো গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি। তবে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর কাবুল সরকারের বিরুদ্ধে তালেবানরা গত কয়েক বছর ধরে দেশটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সম্প্রতি দেশটির নির্বাচনেও বেশ কিছু হামলা করে তারা। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো তালেবানবিরোধী যুদ্ধে দীর্ঘদিন ধরে দেশটির সরকারকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close