আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৮

আইএসের কাছে সিরিয়ায় ৭০০ জন জিম্মি : পুতিন

সিরিয়ায় মার্কিন সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় ৭০০ জনকে জঙ্গিগোষ্ঠী আইএস জিম্মি করে রেখেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, জিম্মিদের মধ্যে কয়েকজন মার্কিন ও ইউরোপীয় নাগরিকও রয়েছেন। তবে জঙ্গিরা কী দাবি করেছে, তা নিয়ে কিছু বলেননি তিনি। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্থৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করেছিল আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্থৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে আইএস।

সোচিতে এক সম্মেলনে পুতিন বলেন, ‘তারা আল্টিমেটাম দিয়েছে। দাবি মানা না হলে প্রতিদিন ১০ জনকে হত্যার হুমকি দিয়েছে তারা। গত পরশুই তারা ১০ জনকে হত্যা করেছে।’ বুধবার রূশ বার্তা সংস্থা তাসও জানিয়েছিল, সিরিয়ার দেইর আল জর প্রদেশে ৭০০ জনকে জিম্মি করে রেখেছে। মূলত মার্কিন সমর্থিত বাহিনীর আওতাহীন একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে তাদের জিম্মি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close