আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৮

প্রকাশ্যে গাঁজা কেনাবেচা বৈধ ঘোষণা করল কানাডা

উরুগুয়ের পর দ্বিতীয় দেশ হিসেবে এবার প্রকাশ্যে গাঁজার কেনাবেচা বৈধ ঘোষণা করল কানাডা। গতকাল বুধবার থেকে দেশটির দোকানগুলোতে উন্মুক্তভাবে গাঁজা বিক্রি শুরু হয়। গত জুনের মাঝামাঝি সময়ে কানাডার পার্লামেন্টে বিনোদনের জন্য গাঁজা সেবনকে বৈধতা দিয়ে আইন পাস হয়। নানা প্রক্রিয়া শেষে আজ থেকে আইনটির বাস্তবায়ন শুরু হলো দেশটিতে।

তবে এ নিয়ে কানাডার বাসিন্দাদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে। এক হচ্ছে স্বাস্থ্যগত ক্ষতি অন্যদিকে গাঁজা সেবনের পর গাড়ি চালানো অবস্থায় বাড়তে পারে দুর্ঘটনার ঘটনা এবং এসব দুর্ঘটনা সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হতে পারে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এখন থেকে কানাডার মানুষ দেশটিতে উন্মুক্তভাবে গাঁজা কিনতে এবং ব্যবহার করতে পারবে। তবে এর ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কেবল সরকার অনুমোদিত ব্যক্তিরাই গাঁজা উৎপাদন এবং বেচাকেনা করতে পারবেন।

দেশটির সরকার ধারণা করছে, গাঁজার বৈধতার ফলে শুল্ক থেকে ৪০০ মিলিয়ন ডলার আয় করতে পারবে সরকার। ২০১৫ সালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নির্বাচনী প্রচারণায় গাঁজা বৈধকরণের প্রতিশ্রুতি দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close