আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৮

পূজায় নিরাপত্তায় বুলেট-লিপস্টিক

মণ্ডপের ভিড়ে নজরদারি চালাতে এবার কোথাও পুলিশের হাতিয়ার ‘বুলেট’ আবার কোথাও ‘লিপস্টিক’। কোনো প্রয়োজনে ‘বুলেট’-‘লিপস্টিক’ এর স্মৃতি থেকেই মিলবে সূত্র। সৌজন্যে, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। কারণ, এসজেডিএ’র আর্থিক সহায়তায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, নকশালবাড়ি, মালবাজার, ময়নাগুড়ির বাছাই মণ্ডপে বসানো হচ্ছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। সব মিলিয়ে ৮০টি। ওই অত্যাধুনিক ক্যামেরা ‘বুলেট’ ও ‘লিপস্টিক’ ক্যামেরা হিসেবেও পরিচিত। গত শুক্রবার এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, বুলেট ক্যামেরার ক্ষমতা বেশি। দেখতে বন্দুকের গুলির মতো বলেই এমন নামকরণ। রাজ্যের অনেক হাসপাতালে ওই ক্যামেরা বসানো হয়েছে। কোনো অপরাধের কিনারা করতে চটজলদি সূত্র মিলে যায়। সেটা দেখেই অনুপ্রাণিত হয়ে আমরা একটি সংস্থাকে সিসিটিভি ক্যামেরা সরবরাহের দায়িত্ব দিয়েছি। তবে আমরা কিনিনি। ভাড়া নিয়ে পুলিশকে দিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close