আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৮

ফেসবুকের ৩ কোটি তথ্য বেহাত

সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকের প্রায় তিন কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গত মাসে পাঁচ কোটি ব্যবহারকারীর একাউন্ট ঝুঁকিতে থাকার কথা জানার পর, তা খতিয়ে দেখে ফেসবুক জানতে পারে প্রায় তিন কোটি গ্রাহকের নাম এবং বিস্তারিত পরিচয়ের তথ্য চুরি করেছে হ্যাকাররা।

তবে সামাজিক মাধ্যমটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, ব্যক্তিগত বার্তা কিংবা আর্থিক কোনো তথ্য চুরি করতে পারেনি তারা।

ফেসবুক করপোরেশন আরো জানায়, হ্যাকাররা এক কোটি ৪০ লাখ ব্যবহারকারীর জন্মদিন, কর্মস্থল এবং বন্ধু তালিকার তথ্য চুরি করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের এই হ্যাকিংয়ের ঘটনা তদন্তে নেমেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close